মুখে সবসময় তেল চিটচিটে ভাব লেগে আছে! ব্রণের প্রকোপ বাড়ছে! ব্রণের কালশিটে কালো দাগ স্থায়ী আসন গড়ছে মুখে! তৈলাক্ত ত্বকের যত্ন নিতে সমাধান খুঁজছেন প্রসাধনীতে! তাহলে এই লেখাটি আপনার জন্য।

তৈলাক্ত ত্বকের যত্নে প্রয়োজনীয় উপাদান সমূহকে চিনে নিন

তৈলাক্ত ত্বকঃ

এরূপ ত্বকে পানির তুলনায়  সেবাম (ত্বকের তেল) এর পরিমাণ বেশি।ডার্মাটলজির ভাষায় তৈলাক্ত ত্বক আশীর্বাদস্বরূপ। এ আশীর্বাদ আপনার জীবনে দুর্বিষহ হয়ে উঠতে পারে সঠিক পরিচর্যার অভাবে। অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকের যত্ন নিতে কোন ধরনের প্রসাধনী ব্যবহার করা উচিত, ব্যবহৃত প্রসাধনীতে কোন উপাদান গুলো থাকা উচিৎ তা বুঝতে হলে প্রথমে জানতে তৈলাক্ত ত্বকের কারন সম্পর্কে।

তৈলাক্ত ত্বকের কারনঃ

আমাদের ত্বকের ডার্মিস স্তরে হেয়ার ফলিকলের সাথে সেবেসিয়াস নামে গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলো থেকে এক ধরনের তরল বের হয় যা সেবাম নামে পরিচিত। স্বভাবগতভাবে এরা খুবই তৈলাক্ত। সেবাম ত্বকের আর্দ্রতা রক্ষা করে, ত্বককে কোমল করে, সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

ডার্মিসে থাকা সেবেসিয়াস গ্রন্থিরা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠলে সেবাম নিঃসরণ বেড়ে যায়। ফলে আমাদের ত্বক তৈলাক্ত হয়ে উঠে। অনেকসময় ধুলাবালি আটকে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। বন্ধ লোমকূপে “প্রোপাইনি ব্যক্টেরিয়াম একনিস” নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রণ হয়।

সেবেসিয়াস গ্রন্থির এই অতিমাত্রায় সক্রিয়তার কারন হল এন্ড্রোজেন নামক হরমোনের আধিক্য। বয়ঃসন্ধিকাল ও মেয়েদের ঋতুচক্রের সময়ে এই হরমোনের আধিক্য বেশি থাকে।

অনেকসময় ডার্মিসে পানির অপর্যাপ্ততা ও সেবাম নিঃসরণ বাড়িয়ে দেয়। এছাড়া জেনেটিক, হিউমিডিটি, অয়েলি ফুড ইত্যাদি কারণও সেবেসিয়াস গ্রন্থির অতিমাত্রার সক্রিয়তয়ায়  প্রভাবক হিসেবে কাজ করে।

Shop With Water Lotus

তৈলাক্ত ত্বকের প্রসাধনীর উপাদান সমুহঃ

তৈলাক্ত ত্বকের প্রসাধনীর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ/কৌশল  হল সেবাম নিয়ন্ত্রনের মাধ্যমে ত্বকে পানি ও তেলের পরিমাণ গত ভারসাম্য বজায় রাখা। এই কারণে সেবাম নিয়ন্ত্রণকারী উপাদান গুলি তৈলাক্ত ত্বকের প্রসাধনীর মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।তৈলাক্ত ত্বকের প্রসাধনীর সেবাম নিয়ন্ত্রণকারী কয়েকটি উপাদান নিয়ে আলোচনা করা হল।

স্যালিসাইলিক এসিড :

তৈলাক্ত ত্বক উপযোগী প্রসাধনীর বহুল ব্যবহৃত উপাদান হল স্যালিসাইলিক এসিড। এটি তেলে দ্রবণীয়। ফলে সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের অতিরিক্ত তেল দূর করে, লোমকূপে জমে থাকা ময়লা পরিস্কার করে প্রয়োজনীয় সেবাম  নিঃসরণ নিশ্চিত করে.২% এর বেশি স্যালিসাইলিক এসিড ব্যবহার করা উচিত নয়।স্যালিসালিক এসিড ব্যবহার করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ক্লেঃ

ত্বকের তেল শোষণকারী একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান হল – ক্লে। এক্ষেত্রে কাওলিন ক্লে বা বেন্টোনাইট ক্লে সবচেয়ে বেশি কার্যকরী। ক্লে ব্যবহারে সতর্ক থাকতে হবে। এর অতিরিক্ত ব্যবহার ত্বক শুষ্ক করে ফেলে।

তৈলাক্ত ত্বকের যত্নে প্রয়োজনীয় উপাদান সমূহকে চিনে নিন
তৈলাক্ত ত্বকের যত্নে প্রয়োজনীয় উপাদান সমূহকে চিনে নিন

টি ট্রি অয়েল :

এটি ত্বকে তেল এর পরিমাণ নিয়ন্ত্রণ করে, এর এন্টি-ব্যাক্টেরিয়াল ও এন্টি-ফাঙ্গাল ফর্মুলা ত্বককে দূষণ মুক্ত রাখে। ব্রন প্রতিরোধ করে।

গ্লাইকোলিক এসিড :

এটি তৈলাক্ত ত্বকের প্রসাধনীতে একটি শক্তিশালী উপাদান হিসেবে পরিচিত। এটি  ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে,মৃত কোষ দূর করে। ত্বকের বন্ধ থাকা লোমকূপ উন্মুক্ত করে।

বেনজাইল-পার-অক্সাইড :

তৈলাক্ত বা একনি-প্রন স্কিনের প্রসাধনির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল বেনজাইল-পার-অক্সাইড। এটি ত্বকে ব্রণের জন্য দায়ী  “প্রোপাইনি ব্যক্টেরিয়াম একনিস” নামক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এর ব্যবহার ত্বকে ত্বকের জন্য ক্ষতিকারক ফ্রী-রেডিক্যাল তৈরি করে। ফ্রী-রেডিক্যাল থেকে বাঁচার জন্য বেনজাইল-পার-অক্সাইড- এর সঙ্গে এন্টি-অক্সিডেন্ট সেরাম ব্যবহার করা উচিৎ।

Shop With Water Lotus

এছাড়াও তৈলাক্ত ত্বক উপযোগী প্রসাধনীর গুরুত্বপূর্ণ উপাদান হল-হায়ালুরনিক এসিড, রেটিনল, নিয়াসিনামাইড ইত্যাদি। তবে ডাক্তারের পরামর্শ ব্যতীত রেটিনল ব্যবহার করা ঠিক নয়।

সতর্কতা : তৈলাক্ত ত্বকের প্রসাধনীর ক্ষেত্রে অয়েল ফ্রী(নির্দিস্ট কিছু অয়েল ব্যতিত) এবং নন- কমেডোজেনিক পণ্য ব্যবহার করুন।

তথ্যসুত্র :

https://www.insider.com/why-is-your-skin-oily-2019-5#:~:text=Hormonal%20fluctuations%20around%20puberty%20can,the%20skin%20pores%2C%20he%20said.

https://www.everydayhealth.com/beauty-pictures/the-best-ingredients-to-control-oily-skin.aspx

https://www.medicalnewstoday.com/articles/321090